বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
মনিরু্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট গোসাইবাড়ী ডিগ্ৰী কলেজ আয়োজিত গোসাইবাড়ী ডিগ্ৰী কলেজের একাডেমিক বহুতল ভবন ও শহীদ মিনারের শুভ উদ্বোধন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় কলেজ মাঠ প্রাঙ্গণে।
কলেজের সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনির সভাপতিত্বে বহুতল ভবনের শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী অফিসার জানে আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, গোসাইবাড়ী ভিগ্ৰী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী রানী সাহা।
অাওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম শফি, আফছার আলী, জয়নাল আবেদীন খান, শফিকুল ইসলাম চাঁন, উপজেলা যুবলীগের সহঃ সভাপতি আলীম আলরাজী বুলেট, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।