বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগি সংগঠন আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ইং উপলক্ষে ৪০ বগুড়া- ৫ (শেরপুর-ধুনট) আসনে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০/০৭/২০২৩ইং তারিখ বৃহস্পতিবার বিকেলে ধুনট বাস স্ট্যান্ড এলাকায়।
উপজেলা জাকের পার্টির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শামীম হায়দার, মুরাদ হোসেন জামাল, আব্দুল লতিফ খান যুবরাজ, নজরুল ইসলাম লিটন, আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী, আলহাজ্ব মুফতি মাওলানা মাসুদ বিল্লাহ, মোর্শেদ হাসান, জামাল হোসেন, দেলোয়ার হোসেন, আব্দুল বারী মিঠু।
উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আলী সহ স্থানীয় জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলের মাধ্যমে জাকের পার্টির আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মনোনিত এমপি প্রার্থী ঘোষণা করেন। (জাকের পার্টির মার্কা গোলাপ ফুল)।