বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা সহকারী কমিশন ভূমি নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্ত মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ এস এম জিয়াউল হক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি ক্বারী আবু সুফিয়ান, সাংবাদিক রফিকুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কামরুল ইসলাম, শ্রী স্বপন কুমার রবিদাসসহ স্থানীয় নেতৃবৃন্দ সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন।