বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা পর্যায়ে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার জানে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, জনাব ডঃ মোঃ আহসান হাবীব প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, বিসি এস আই আর ঢাকা, ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্ত মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা সমাজসেবা অফিস আবদুল্লাহ আল কাফী, উপজেলা মৎস্য অফিসার মীর্জা ওমর ফারুক, উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলীসহ অফিসারগণ, বিভিন্ন স্টলের ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রযুক্তির প্রয়োগ মেলায় ১২ স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জানে আলম।