বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌর এলাকার চান্দারপাড়া গ্ৰামে মা রসেনার(৫৫) হাতে মেয়ে মর্জিনা(৩৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে শনিবার দুপুরে চান্দারপাড়া গ্ৰামে রসেনার বসতবাড়িতে।
সরেজমিনে ও সূত্রে জানা যায়, পৌর এলাকার চান্দার পাড়া গ্ৰামের আব্দুল লতিফের স্ত্রী রসেনা খাতুন তার মেয়ে মর্জিনা খাতুনের সাথে প্রায় প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো।
তারই ধারাবাহিকতায় গত ঈদুল আজহার পরের দিন মা মেয়ের ঝগড়া হয়। সেই ঝগড়া থেকেই মর্জিনার জীবনে নেমে আসে কালো অন্ধকার রাত। ০১/০৭/২০২৩ইং তারিখে রসেনা খাতুন সহ কয়েকজনের সহযোগিতায় রাতের অন্ধকারে মর্জিনাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রেখে কবরের উপরে নেপে দিয়ে।
কবরের উপর কাঠের খরি রেখেছে। পরে রসেনা খাতুন কাজের সন্ধানে বাড়ী ঘরে তালা লাগিয়ে ঢাকাতে অবস্থান করেন। দির্ঘদিন বাড়িতে না থাকায় এলাবাসী থানা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মর্জিনার মৃত্যুর কয়েক দিন পরে তার মা রসেনা বাড়িতে ধোঁয়া পাকলা করেন এবং বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল করেন। সেই থেকে বাড়ীর আশে পাশের জনসাধারণের মনে সন্দেহ জাগে।
সেই সন্দেহ থেকে ধুনট থানার ওসি রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাদী রসেনাকে সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে ঢুকে তদন্ত করে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে মেয়ের লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার কথা স্বীকার করেন।
পরে থানা পুলিশ গর্তে খুরে মর্জিনার গলিত মৃত্যুদেহ উদ্ধার করেন এবং মা রসেনা খাতুনকে গ্ৰেফতার করেন। ঘটনায় খবর পেয়ে (শেরপুর- ধুনট সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার সজীব সাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেন।