বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা দর্জি শ্রমিক ইউনিয় আয়োজিত ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ ঘটিকার সময় শ্রমিক ইউনিয় কার্যালয়ে।
ধুনট উপজেলা দর্জী শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট শাখার উপদেষ্টা আব্দুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট শাখার সভাপতি ফিরোজ আহমেদ, ধুনট উপজেলা দর্জী শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বাবু আকন্দ, উপদেষ্টা আব্দুল বারী, সহঃ সভাপতি মনজুরুল হক, প্রচার সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহসীন আলম, গোসাইবাড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল রানা, কোরআন তেলাওয়াত করেন আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।