মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্ৰামের মৃতঃ আব্দুস সামাদের ছেলে তাজমুল আকন্দ(৪০) নামের এক মাদক সেবন কারীর লাশ সরিষার ক্ষেত থেকে উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ।
জানা গেছে, আজ সোমবার (২০ নভেম্বর) উপজেলার নাটাবাড়ী গ্ৰামের মৃতঃ আব্দুস সামাদের ছেলে মাদক সেবন কারী তাজমুল আকন্দ দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন করে আসছে। স্থানীয়রা বলেন, সে বেপরোয়া ভাবে দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। নিহত তার তিন ছেলে ও স্ত্রীর সাথে কোন যোগাযোগ রাখতো না বলেও জানা যায়। নিজ জমি জায়গা বাড়ী ঘর বিক্রয় করে সর্বস্ব শেষ করায় তার ছেলেরা ও স্ত্রী থাকে ভিন্ন ভিন্ন জায়গায়। নিহত তাজমুল তার বড় ভাই নুর মোহাম্মদের বাড়ীতে খায় তার বারান্দাতেই শুয়ে থাকে।
গতকাল রবিবার রাতে নুর মোহাম্মদের বাড়ীতে প্রতিদিনের ন্যায় খেতে আসে নাই। বড় ভাই অপেক্ষায় থেকে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে জানতে পারে বাড়ীর পাশে সরিষার ও ভুট্টার ক্ষেতে মরে পড়ে আছে। খবর পেয়ে শেরপুর সার্কেল বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ও তদন্ত মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তাজমুল আকন্দের মৃতঃ দেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।