বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত উপজেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন করার লক্ষে প্রস্তুতি কমিটির উদ্যোগে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামস উদ্দিন শেখ হেলাল, সহ-সভাপতি তোজাম্মেল হক, বগুড়া জেলা শহর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, শেরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল পাশা, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান পপি রানী সাহা, পৌর কাউন্সিলর সেলিম রেজা রিমান্ড, নুপুর মাষ্টার, ধুনট উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক নেতা ইজুল খান, ফারুক আহমেদ, ডন, ধুনট রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনোছ আলী, আলমগীর, বাদশা প্রমুখ।