বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
নাসির উদ্দীন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলজিইডির কঠোর তদারকিতে ছাদ ঢালাইয়ের কাজ চলছে।
সোমবার ৪ঠা এপ্রিল সকালে উক্ত কাজ পরিদর্শন করেন উপজেলা এলজিইডি কর্মকর্তা শফিউল ইসলাম।
এ সময় তিনি কাজের গুণগত মান নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে বলেন- বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নের জন্য বছরের শুরুতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য দক্ষ শিক্ষক, মনোরম পরিবেশ, নিবিড় পরিচর্যা, টিপিন বিস্কুট সহ উপবৃত্তি চালু করেছেন যা সত্যি প্রশংসার দাবিদার।৷
এলজিইডি সূত্রে জানা যায়- নটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলজিইডির অর্থায়নে ৮০ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতীয় ছাদ ঢালাইয়ের কাজ চলছে।
ঢালাই চলাকালিন সময়ে আরও উপস্থিত ছিলেন- নটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনজু আরা বেগম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, জিল্লুররহমান, বিপুল সিংহ রায়, আমেনা বেগম, মাসুমা আখতার, প্রিয়াংকা রানী রায়, সাবেক সহঃ সভাপতি গোলাম মোস্তফা সাবেক সভাপতি আঃ খালেক, আকবর আলী, উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম, কার্যসহকারী সানোয়ার হোসেন, রফিকুল ইসলাম ও মমতাজ আলী।
এসময় এস এম সফিকুল ইসলাম নীলফামারী ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ছিলেন ঠিকাদার মিজানুর রহমান।