বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী-২ আসনে বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর কে ৫ম বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মনোনিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নীলফামারী জেলা যুবলীগ।
সোমবার (২৭ নভেম্বর) রাতে আনন্দ মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সহঃ সভাপতি সুধির রায়, যুগ্মঃ সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি রাখাল রায় প্রমুখ।
এসময় জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।