মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে একই ব্যক্তির ৬ গরু চুরি নড়াইলে এক গৃহবধূর তিন সন্তান জন্ম ধুনটে বসতভিটা অবৈধ দখল চেষ্টায় থানায় অভিযোগ আবু সাঈদের রক্তের সাথে বেইমানী করবেন না- এটিএম আজহার ফুলবাড়ীর দৌলতপুরে জমি জমার বিরোধে মারপিট ১৭ বছর পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা জুলাই বিপ্লবী শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও আলচনা ত্রিশালে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল পুকুরে জলঢাকায় এক শিক্ষার্থীকে বাইসাইকেল দিলেন ইউএনও কর্মীবান্ধব সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করছেন জাহিদ হোসেন তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ কুমিল্লায় র‌্যাবের হাতে মাদক সহ গ্রেপ্তার ২ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ গ্রেপ্তার ১ নির্মান কাজ শেষ হতে না হতেই ভেঙ্গেছে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অসহায় কৃষকের ধান কেটে দিলেন আনসার সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি’র ৩ নেতার পদত্যাগ নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেপ্তার ১

নীলফামারীর ডিমলায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে আগুন

শামীম ইসলাম- ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় পূর্বশত্রুতার জেরে হাফিজার রহমান নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠেছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার ২৯শে অক্টোবর গভীররাতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহজনক হিসেবে মোঃ আমজাদ হোসেন গং-কে অভিযুক্ত করে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ হাফিজার রহমান(৪৫) পিতা আলহাজ্ব রোস্তম আলী জানান- প্রতিদিনের মতো তারা পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। পরিবারসহ সকলে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন কে বা কাহারা বাড়ির গোয়াল ঘরের পাশে একটি চার চালা টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। আশেপাশের লোক জানতে পেয়ে তাকে ডাকে এবং ঘুম ভেঙ্গে যাওয়ার পর তার স্ত্রী দেখেন দুই পাশেই আগুনের লেলিহান শিখা ঘরের দিকে ধেঁয়ে আসছে।

হাফিজার রহমানের স্ত্রী জানান- ঘুম থেকে উঠে তিনি দরজা খুলে বাহিরে যান। দেখে চার চালা ঘরের দুই পাশের বেড়ায় আগুন জ্বলছে। তা দেখে চিৎকার করলে লোকজন জড়ো হলে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই ঘরে থাকা হাঁস মুরগি ও গবাদিপশু সহ কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী আগুনের লেলিহান শিখায় পুড়ে কয়লা হয়ে যায়।

জমিজমার বিরোধ নিয়ে পূর্বশত্রুতার জের ধরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি প্রতিপক্ষ আমজাদ হোসেন(৫৫) পিতা আলহাজ্ব সয়ফাল মুন্সি ও পরিবারবর্গকে দোষারোপ করেছেন। সেই সাথে এ ধরনের নেক্কার জনক ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।

বাড়ি পার্শ্ববর্তী বাসিন্দা আবুল কালাম(৪৫) জানান- হাফিজার রহমানের ঘরে আগুন ধরে উঠলে তার বাড়িসহ আশেপাশের আরো অনেকের বাড়ি পুড়ে যেত। এ ঘটনাটি যারা ঘটাতে চেয়েছে তারা অমানুষের কাজ করেছে। তিনি দোষীদের সনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবী জানান।

আরেক প্রতিবেশী আলম মিয়া(৪৮) বলেন- যারা আগুন লাগিয়েছে তারা অমানুষ, ন্যূনতম মনুষ্যত্বের জ্ঞান তাদের মধ্যে নেই। যে ঘরে আগুন লেগেছে তার পার্শ্ববর্তী ঘরটিই গরুর ঘর। সময়মতো এসে ঘরের আগুন না নিভানো গেলে গরুর ঘরে আগুন লেগে যেত। এই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যেত। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি আরো বলেন- আগুন লাগাতে কাউকে দেখিনি তবে বৈদ্যুতিক বাতির আলোতে আমজাদ হোসেনসহ কয়েকজনকে পালিয়ে যেতে দেখেছি।

হাফিজার রহমান বলেন- প্রতিপক্ষের লোকজন দলেবলে শক্তিশালী। তাদের নিজস্ব লাঠিয়াল বাহিনী রয়েছে। ১৩ একর জমি নিয়ে আমজাদ হোসেনের সাথে বিরোধ রয়েছে আমাদের। যাহা বিজ্ঞ আদালতে চলমান। জমির বিরোধ নিয়ে আমার পরিবারের সকলকে হত্যার ষড়যন্ত্র অমানবিক। তাই আমজাদ হোসেনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এ সকল বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লাইছুর রহমান জানান- অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com