শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে হিন্দু ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমী পূজাঁ ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলায় ৫৮৩টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
আমাদের নড়াইল জেলা প্রতিনিধি জানান- সোমবার মহাঅষ্টমি, এই অষ্টমিতে অশুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূজাঁ করা হয়। নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে কুমারী পূজাঁ অনুষ্ঠিত হয়। অশুর বধের জন্য এই দিনে দেবী দুর্গা কুমারী রূপ ধারন করে অশুররূপী শত্রু নিধনে মত্ত হন।
সেই থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় মহাঅষ্টমিতে কুমারী পূজাঁ করে আসছে। তাই মহাঅষ্টমিতে কিশোরীকে মাতৃরুপে কুমারী সাজিয়ে মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা ও দেবীর আরাধনা।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com