বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
মোঃ নুরন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
প্রার্থনা সভা, গঙ্গা স্নান, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বর্ণাঢ্য আয়োজনে পাবনায় সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম আবির্ভাব দিবস পালিত হয়েছে।
সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে শুক্রবার ১৬ই সেপ্টেম্বর সকালে সদরের হিমাইতপুর বিশ্ব বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় উৎসব আয়োজন।
এ সময় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন- সৎসঙ্গের কেন্দ্রীয় সদস্য ডাঃ সুব্রত রায়, সৎসঙ্গ বাংলাদেশের সহ সম্পাদক সুব্রত আদিত্য, সাংগঠনিক সম্পাদক নিখিল মজুমদার। জন্মোৎসবের আয়োজনে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের কয়েক হাজার অনূকুল ভক্ত অংশ নেন।
পরে, পদ্মা নদীর সম্বলপুর ঘাটে গঙ্গা স্নান শেষে শহরের পাথরতলা ঠাকুরবাড়ীতে বেদমাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেন তারা। জন্মোৎসব উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালে উন্নত খাবার বিতরণ, ও সাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এছাড়া বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সৎসঙ্গ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রী কুঞ্জবিহারীর সভাপতিত্বে বক্তব্য দেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জুয়েল, সৎসঙ্গ বাংলাদেশের কেন্দ্রীয় সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য, নির্বাহী সদস্য অমল রায়, দীপক তালুকদার, প্রদীপ রঞ্জন দেব, সুব্রত রায়, সুব্রত আদিত্য।