বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান, পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ৯ই ফেব্রুয়ারি সকাল ৯ ঘটিকার সময় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এবং পুরস্কার বিতরণ করেন, পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী।
প্রধান অতিথি রুস্তম আলী হেলালী তার বক্তব্যে বলেন- খেলা ধুলা মানুষের মনকে উৎফুল্ল রাখে এবং শরীরকে সুস্থ রাখে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।
তিনি আরো বলেন- একজন শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে প্রত্যেককেই পড়াশোনা পাশাপাশি খেলাধুলা করতে হবে।
উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ এর সঞ্চালনায় প্রিন্সিপাল ইকবাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুল হুসাইন।
অত্র মাদরাসার গভর্নিংবডি সভাপতি পাবনা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- পাবনা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, পাবনা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আশরাফ প্রামানিক, দারুল আমান ট্রাস্টের কোষাধ্যক্ষ আবু হানিফ, ট্রাস্ট এর সদস্য মাওলানা আব্দুর রউফ, মাদ্রাসা গভর্নিং বোডির সদস্য আশরাফুল আলম হেলাল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র মাদরাসায় এবারে আলিম পরীক্ষায় ১০১ জন অংশগ্রহণ করে, A+ 32 জন, A 55 জন, A- 13 জন সহ সর্বমোট ১০০ জন পাশ করে ।