বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুজিব চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার জানে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা সহকারী কমিশন ভূমি নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি,
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম চাঁন, জয়নাল আবেদীন খান, মহসীন আলম মুন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা কৃষি অফিসার আশাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম ,উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, আওয়ামী লীগ নেতাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।