শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন হবে অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ। প্রশাসন সুষ্ঠ নির্বাচন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সর্বস্থরের সবার সহযোগিতা অবশ্য করতে হবে।
সবার সহযোগিতায় হবে সুষ্ঠ নির্বাচন। তিনি শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলাবাসীর সাথে বৈঠকে এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি মোঃ সম্রাট হোসেনের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাব হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাশ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা সববায় কর্মকর্তা ফুল রানী ভট্রাচার্য্য, রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, শিক্ষক আব্দুল হান্নান ইউজেট্রিক্স, ইউপি সদস্য সফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। এছাড়া বৈঠকে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।