মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে লামাকাজী থেকে বিশ্বনাথ আসার পথে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) ভোরে পৌর শহর জানাইয়া গেটের সামনে অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি ও নাম্বার বিহীন একটি ট্রাক ও চালক মুছলেহ উদ্দিন(২৬) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত চালক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। এ ঘটনায় থানার এএসআই আবু ছালেহ মূছা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-(১)। আর এই মামলা আসামি করে ট্রাক চালককে আাদালতে প্রেরন করা হয়েছে। আর ট্রাকটি থানায় জব্দ রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানাইয়া গেটের সামন থেকে ৭০বস্তা ভারতীয় চিনি ও নাম্বার বিহীন একটি ট্রাক ও চালকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।