বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চলতি মৌসুমে সবচেয়ে বেশি ইলিশের আমদানি হয়েছে সিরাজগঞ্জ শহরে বাজারগুলোতে। বিভিন্ন আকৃতির এসব ইলিশের দামও আগের তুলনায় অনেকটাই কম।
শনিবার ১৭ই সেপ্টেম্বর সকাল থেকেই সিরাজগঞ্জ শহরের প্রধান মাছ বিক্রির কেন্দ্র বড় বাজারে নানা আকৃতির ইলিশে সয়লাব হয়ে যায়।
মাইকিং করে ইলিশ মাছ বিক্রি শুরু হলে ইলিশ মাছের আসক্ত মানুষজন দলে দলে বড় বাজারে ভিড় জমাচ্ছ। সবচেয়ে বড় ইলিশের ওজন ছিল দুই থেকে আড়াই কেজি। যা বিক্রি হয়েছে ৪ থেকে ৫ হাজার টাকা পযন্ত। অর্থাৎ প্রতি কেজি ২ হাজার টাকা।
খুচরা বাজারে মাছ বিক্রেতা সুজন ব্যাপারী জানান- এ মৌসুমের সবচেয়ে বেশি ইলিশ মাছের আমদানি আজকের দুই দিনের বাজারে। শুধু তাই নয় এই দুই দিনর বাজারে আড়াই থেকে কেজি ওজনের ইলিশ মাছ এসেছে। আড়াই কেজি ওজনের ইলিশ প্রতি কেজি দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন ৬’শ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে ইলিশ।
পাইকারি মাছ বিক্রেতারা জানান- বরিশাল, চট্টগ্রাম, চাঁদপুর থেকে মৌসুমের শুরু থেকেই সিরাজগঞ্জে ইলিশ মাছ আমদানি হচ্ছে। তবে প্রথম দিকে দাম অনেকটা বেশি ছিল। বর্তমানে দাম কমে আসছে। আজকে সবচেয়ে বেশি ইলিশ আমদানির পাশাপাশি দাম কম হওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে বলে তারা জানান।