রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার কালকিনিতে এসএসসি পরীক্ষার্থী বৈশাখী আক্তার লাবনীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তরিঘরি করে দাফন করার অভিযোগ উঠেছে। লাবনীর আক্তারের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
সোমবার ১৩ই জুন সোমবার বিকেলে উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার মৃত হাচান মাতুব্বরের ছোট মেয়ে। নিহত লাবনী এ বছর আলীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায় লাবনীর মৃত্যু রহস্যজনক হলেও ময়নাতদন্ত ছাড়াইপরিবারের কাছে লাশটি বুঝিয়ে দিয়ে আসে থানা পুলিশ। জানা গেছে, লাবনী তার মায়ের সাথে পশ্চিম আলীপুর আমির সরদারের বাজারে মুদি দোকানে ব্যবসা করত। দুপুরে সে তার মাকে দোকানে রেখে বাড়িতে চলে আসে। সোমবার বিকেলে নিহতের মা ফোনে তাকে না পেয়ে লাবনীর মামী পপি আক্তারকে খোঁজ নিতে বলেন। এসময়ে পপি আক্তার গিয়ে লাবনীকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। লাবনীর রহস্যজনক মৃত্যুর পর পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করার অনুমতি দেওয়ার পর এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দেয়।
এদিকে সচেতন মহল অভিযোগ করে বলেন- রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটলেও ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশের দাফন কার্য সম্পন্ন করার অনুমতি দেওয়ার কারণে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হচ্ছে না।
কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন- এ ব্যাপারে অপমৃত্য মামলা হয়েছে। তবে মৃতের পরিবার ময়না তদন্তে রাজি না হওয়ায় লাশ মর্গে পাঠানো হয়নি।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com