সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে মুক্তিযোদ্ধা কবরস্থানের উন্নয়ন কাজের পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। তিনি আজ শনিবার সকালে মাদারীপুর পৌর কবরস্থান সংলগ্ন মুক্তিযোদ্ধা কবরস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এর আগে তাঁর গাণম্যান মোফাজ্জল হোসেন মিন্টু শিকদারের বড় ভাই মরহুম হারেজ শিকদারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং রুহে মাকফা কামনা করে দোয়া মোনাজাত করা এবং পরিবারের প্রতি জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনসহ বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাগণ।