শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে বে-সরকারিভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
গতকাল (৭ জানুয়ারী)-২৪ইং সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুই উপজেলার ভোট গণনায় নৌকা প্রতীকের আহসানুল হক চৌধুরী ডিউক, মোট ভোট পেয়েছেন ৮১৫৯৯
বিজয়ী প্রার্থীর নিকটতম স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৬১৫৮৩। এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল প্রতীকে ১৫৬২৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থান।