বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ মার্চ) ২০২৫ইং বিকাল- ১৭.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়ইতলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী যথাক্রমে, ১। মোঃ রিপন শেখ(৩১), পিতা- মোঃ জাক্কার আলী, সাং- চরমাজারদিয়া (ইকবালের বাড়ীর পাশের্ব বাড়ী), থানা- দামকুড়া, ২। মোঃ আশরাফুল ইসলাম(২৯), পিতা- মোঃ ওয়াজনবী, সাং- মাহিন্দ্রা (জার্জিস্ট মাস্টারের বাড়ীর পাশের্ব বাড়ী), থানা- বেলপুকুর, উভয় রাজশাহী মহানগরকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালীন আসামীদের হেফাজত হতে জব্দকৃত আলামত হলো- (ক) ট্যাপেন্টাডল ট্যাবলেট- ৭৯৩ পিচ, (খ) মোবাইল ফোন- ২টি, (গ) সীম কার্ড- ৪টি, (ঘ) বাইসাইকেল- ১টি, (ঙ) নগদ- ২৩,৬১০/- (তেইশ হাজার ছয়শত দশ) টাকা উদ্ধার করতে সক্ষম হন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন ২-নং ওয়ার্ডের (কড়ইতলা) সিটি বাইপাস টুচাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং তৎক্ষনাৎ একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। ওই সময় তাদের কাছ থেকে ৭৯৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও অন্যান্য আলামত জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল-ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরী’সহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, কতৃক রাজশাহী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়ইতলা নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার পূর্বক ০২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (১২ মার্চ) ২০২৫ ইং সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।