রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
গতকাল বুধবার ৪ঠা জানুয়ারী/২০২৩ খ্রিঃ বেলা ২টা ৩০ মিনিটে নবাগত কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ মহোদয়ের সঙ্গে রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ওসি আব্দুল্লাহিল জামান, ভাইস্ চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম, সাবেক ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান সহঃ অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোলায়মান আলী ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় অংশ নেন-উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাগণ-সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও গণমাধ্যম নেতৃবৃন্দ।