শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ, ছিনতাইকারী ও অপহরণ’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সদর কোম্পানী কতৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ভায়া লক্ষীপুর গ্রামস্থ মোঃ জসিম উদ্দিন (দোকানদার মুংলী বাজার) এর আমের বাগানের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী চোলাইমদ বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল অদ্য ০৭/০৯/২০২৩ ইং তারিখ রাত্রী ০০.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন সময়ে ওই স্থান থেকে যথাক্রমে, ১। মোঃ কুনাল(৪৫), পিতাঃ মোঃ আবু সামা টুনু, মাতাঃ মোছাঃ গনজেরা বেগম, ২। মোঃ শাহীন আলী(২৪), পিতাঃ মোঃ এমদাদুল, মাতাঃ মোছাঃ সাবিনা বেগম, উভয় সাং- ভায়া লক্ষীপুর, পোঃ বাঁকড়া বাজার, থানা- চারঘাট, জেলা- রাজশাহী দ্বয়কে ৬০০ (ছয়শত) লিটার চোলাই মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় নিজেদের হেফাজত হইতে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে ছিলো মর্মে স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সৌপর্দ করার লক্ষ্যে অফিসার ইনচার্জ (ওসি), চারঘাট থানা, রাজশাহী এর নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কতৃক অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাটে ৬০০ লিটার চোলাইমদ উদ্ধার তথা ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ আজ ৭ই সেপ্টেম্বর- ২০২৩ ইং সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।