শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
গত (৭ সেপ্টেম্বর) ২০২৪ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ তুহিন আলম (১৯) নামক ০১ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে পুলিশের লুট হওয়া ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ তুহিন আলম (১৯) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার খানগড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে। তবে সে ঢাকা’র গুলশান থানাধীন উত্তর বাড্ডা, স্বাধীনতা স্বরণী
রোড এলাকায় হোটেলে কাজ করে মর্মে জানা যায়।
আসামী জিজ্ঞাসাবাদ জানা যায়, গত (৫ আগস্ট) ২০২৪ইং তারিখে সে সহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে এবং থানার অভ্যন্তরে থাকা অস্ত্র, গোলাবারুদ সহ গুরুত্বপূর্ণ নথিপত্রাদি লুটপাট ও ধ্বংস করে। ঐ সময় আসামী মোঃ তুহিন আলম (১৯) উক্ত উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ সমূহ লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। একপর্যায়ে তা বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর বিশেষ অভিযানে তাকে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ সহ আটক করা হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।