বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় র্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী’র জিডি নং-১৫, পিসিসি নং-২৩৭/২৩, তারিখ- ০১/০৮/২০২৩ খ্রিঃ মূলে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বামনিদহ (বামনিদহ দেড়পাড়া) গ্রামস্থ জনৈক মোঃ সিরাজুল ইসলাম(৫০) এর পুকুর পাড়ের মাছের ঘেরের জায়গায় পূর্ব-মুখি বসতঘরের মালিক পলাতক আসামী মোঃ মারুফ হোসেন(৪৬) পিতা-মৃত মজিদ, উভয় সাং- বামনিদহ, পোঃ পরানপুরদহ, থানা-চারঘাট, জেলা-রাজশাহী এর বসতঘরের সামনে বারান্দার সাথে লাগানো পুকুর পাড়ে চাষরত অবস্থায় ১ (এক)টি সতেজ অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন অনুমানিক-২০কেজি এবং উচ্চতা অনুমান-১২ ফুট, ডালপালা সবুজ রংয়ের পাতা। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোছাঃ মুনজুরা খাতুন(৩৩), স্বামী- মোঃ মারুফ হোসেন, সাং- বামনিদহ, পোঃ পরান পুরদহ, থানা- চারঘাট, জেলা-রাজশাহী।
অভিযানে গ্রেফতারকৃত আসামীকে গাঁজা গাছ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাহার দেওয়া তথ্য মতে গাঁজা গাছ চাষ করে গাঁজা উৎপাদন করে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত উক্ত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ১টি বিশাল গাঁজার গাছ উদ্ধার তথা ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (২রা আগষ্ট ২০২৩-ইং) সিপিসি-র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।