বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাব-৫ বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, ধর্ষন মামলার আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, জঙ্গী দমন, আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার ও যাবজ্জীবন মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের অভিযান পরিচালনা’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
এর’ই ধারাবাহিকতায় র্যাব-৫ কতৃক অদ্য বৃহস্পতিবার ৩১শে আগস্ট ২০২৩ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, ফেন্সিডিল-১৩৬ বোতল, ট্রলিব্যাগ- ১টি উদ্ধার মূলে জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারি আসামীর নাম হলো- মোঃ কুরবান শেখ @ কুরমান(২৪), পিতা- মোঃ রেজাউল শেখ, সাং- আগলা (নোবেলের মোড়), থানা- বেলপুকুর, রাজশাহী মহানগরী।
ঘটনার বিবরণে প্রকাশ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর তিন রাস্তার ট্রাফিক মোড়স্থ বানেশ্বর টু সারদাগামী পাঁকা রাস্তার বিলবোর্ডের পার্শ্বে ত্রিভুজ আকৃতির আইল্যান্ডের উপর ০১জন লোক অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করিতেছে।
বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল বানেশ্বর তিন রাস্তার ট্রাফিক মোড়স্থ বানেশ্বর টু সারদাগামী পাঁকা রাস্তার বিলবোর্ডের পার্শ্বে ত্রিভুজ আকৃতির আইল্যান্ডের উপর র্যাবে টিম পৌছালে ০১ জন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই আটক করে। ধৃত আসামীর হেফাজতে থাকা ট্রলি ব্যাগের ভিতরে তল্লাশী করে উক্ত ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী কর্তৃক ১৩৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার(৩১শে আগস্ট-২৩ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।