সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে জাল কাগজ সৃজন করে সমাজ সেবা থেকে ৫০ হাজার টাকা অনুদান নেয়ার চেষ্টা করলে মোঃ নুর হোসেন নামের একজনকে আটক করে জেলা সিভিল সার্জন। মোঃ নুর হোসেন চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। সে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অন্য কিডনি ও পোস্টেট ক্যান্সার রোগীর কাগজে তার স্ত্রী রেহেনা বেগম ও আপন ভাই মনজু হোসেনের নাম পেস্ট করে বসায়।
শুধু তাই নয় প্রতারক নুর হোসেন সে জালকাগজে সমাজসেবা মন্ত্রী নুরুজ্জামানের সুপারিশ সাক্ষর করিয়ে এনে জেলা সিভিল সার্জনের অনুমতি সাক্ষর করার চেষ্টা করে। এসময় কাগজপত্র পর্যালোচনা করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
প্রতারক মোঃ নুর হোসেনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।