রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
এরশাদ আলম- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় শিমুলবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শিমুলবাড়ি শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হামিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান, ধনঞ্জয় রায়।
আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,সহকারী শিক্ষক-শিক্ষিকা,কোমলমতি শিক্ষার্থীরাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান খাঁন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।