শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া জাকারিয়ার পুত্র শিশু আদম হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত (২৭ জুন) বৃহস্পতিবার সকাল ১০ঘটিকা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদারগঞ্জ হাটের চৌরাস্তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একবারপুর (দক্ষিণ পাড়া) গ্রামের জাকারিয়ার পুত্র শিশু আদম (৪) গত (৭ জুন) খেলতে গিয়ে নিখোঁজ হয় এরপর আদমের স্বজনেরা বিভিন্ন স্থানে আদমকে খুজতে থাকলে গত (৯ জুন) রাত আনুমানিক ১১.৩০টায় একটি পুকুরে আদমের লাশ ভেসে ওঠে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এবিষয়ে এলাকাবাসীর মধ্যে ধুম্রজাল সৃষ্টি হয়।
একটু পরেই পাশ্ববর্তী বাড়ির মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মোকছেদ আলী ও তার স্ত্রী শিল্পী বেগমের উপর সন্দেহ হয় এলাকাবাসীর এবং ঐ দিনেই শিল্পীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন পীরগঞ্জ থানার পুলিশ এবং মোকছেদ পলাতক থাকায় পুলিশের সড়াশি অভিজান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায় এদিকে অতি দ্রুত এলাকাবাসীর চিহ্নিত হত্যাকারী মোকছেদ আলীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রভাষক কামরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মিঠিপুর ইউনিয়নের চেয়্যারমান ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়নাল আবেদিন হাজারী, সলাফিয়াহ মাদ্রাসার পরিচালক আশিকুর রহমান প্লাবন, নলেজ পাওয়ার প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের পরিচালক হাসানুর রহমান হাসান, ভূমিহীন সমিতির সভাপতি জহুরুল ইসলাম, ১নং রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গফুর মিয়া, মাদারগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক একেএম ইদ্রিস আলী, সমাজ কর্মী জাকারিয়া আহমেদ, শিশু আদমের বাবা জাকারিয়া মিয়া এবং তার মা ও স্বজনরা। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com