রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ২০২১-২০২২ বছরে স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলাকে বাংলাদেশ স্কাউটস থেকে স্বীকৃতি প্রদান করেছে। ১৯শে ডিসেম্বর ২০২২ইং তারিখ রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিভাগীয় কমিশনার, রংপুর ও দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের পৃষ্টপোষক মোঃ সাবিরুল ইসলাম বাংলাদেশ স্কাউটস থেকে স্বীকৃতি স্বরুপ প্রেরিত এক লক্ষ টাকার চেক পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোঃ জহুরুল ইসলাম এর হাতে তুলে দেন।
এসময় ডিআইজি, রংপুর রেঞ্জ মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর, আঞ্চলিক স্কাউসের কমিশনার মোঃ আখতারুজ্জামান, এএলটি, স্কাউটসের আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, এএলটি, রংপুর বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসকগণসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠন, অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম চালুকরণ, জেলার প্রতিটি ইউনিটে একযোগে গ্রুপ ক্যাম্প আয়োজন, নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং বাস্তবায়নসহ সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণের ফলশ্রুতিতে বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলাকে শ্রেষ্ঠ স্কাউটস জেলা হিসেবে স্বীকৃতি প্রদান করে।