রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
সড়ক দূর্ঘটনায় জাতীয় পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার বিকেলে শহরের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি সমর্থিত এমপি ছিলেন।
নিহত মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের স্বজনরা জানায়, বুধবার বিকেলে পৌর শহরের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক পারাপারের সময় মোহাম্মদ উল্যাহকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ জয়নাল আবেদীন বলেন, দূর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি। এছাড়াও মহাজোটের সাবেক এমপি ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ নোমান।
জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও নুরউদ্দীন চৌধুরী নয়ন এমপি, শাহজাহান কামাল এমপি, গোলাম ফারুক পিংকুসহ আ‘লীগ, বিএনপি- জামায়াতসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।