বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক কালের কণ্ঠ ও সকালের বাণী পত্রিকার পীরগাছা প্রতিনিধি রবিউল আলম বিপ্লব এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক প্রথম খবর পত্রিকার রিপোর্টার আমিনুল ইসলাম জুয়েলের বড়ভাই বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ মিয়ার (৬৫) দাফন সম্পন্ন হয়ছে।
রবিবার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার পাঠক শিকড় গ্রামে তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে বক্তব্য দেন পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, কৈকুড়ি ইউনিয়েন সাবেক চেয়ারম্যান বাবুল আখতার,বর্তমান চেয়ারম্যান নুর আলম মিয়া, কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মণ্ডল সুজা, বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, বামনডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, মরহুমের ছোট ভাই রফিকুল ইসলাম বাবলু ও বড়ছেলে নাজিউর রহমান মারুফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আব্দুর রশিদ সরকার একজন জ্ঞানী লোক ছিলেন। মানুষের বিপদ-আপদে তিনি পাশে দাঁড়াতেন। তার মৃত্যুতে কান্দি ইউনিয়নসহ আশেপাশের এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কাজের মাধ্যমে আব্দুর রশিদ ধীরে ধীরে নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন। তিনি মানুষজনকে সৎ পরামর্শসহ নানাভাবে উপকার করতেন। এ সময় বক্তারা তার আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ আত্নীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
আব্দুর রশিদ রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের মরহুম নেছাব উদ্দিন সরকারের জেষ্ঠ্য ছেলে। তিনি পাঠক শিকড় বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাতীয় পার্টির কান্দি ইউনিয়ন শাখার সভাপতিও ছিলেন তিনি। সমাজসেবায় তার অবদান ছিল বিশেষভাবে লক্ষণীয়। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার পাশাপাশি শিক্ষার প্রসারে অনন্য অবদান রেখেছেন। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সামাজিক সেবার আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন।
এদিকে মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।