শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য (১৬ অক্টোবর) ২০২৩ তারিখ দুপুর- ১৪.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামী- মোঃ আব্দুর রউফ @ ঝুন্টু(৩৮), পিতা- মোঃ আকরাম আলী, সাং- আলাইপুর (গাবতলী পাড়া), থানা- বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হন।
ঘটনার বিবরণে প্রকাশ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর গ্রামস্থ ধৃতঃ আসামী মোঃ আব্দুর রউফ @ ঝুন্টু(৩৮) তাহার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।
বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল ধৃত আসামী মোঃ আব্দুর রউফ @ ঝুন্টু(৩৮) এর টিনের ছাপড়া বিশিষ্ট আধা-পাঁকা বসতবাড়ীতে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম ১ জনকে ঘটনাস্থলেই আটক পূর্বক ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ রাজশাহীর অভিযানে ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার তথা ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার (১৬ অক্টোবর) ২০২৩ইং সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।