বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ৫ কেজি গাঁজাসহ আল আমিন(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
মাদক ব্যবসায়ী আল আমিন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার পুর্বমাতাপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুল কাদের জিলানী বলেন- শুক্রবার ৯ই আগষ্ট
ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের সামনে চট্রগ্রাম হইতে উত্তর বঙ্গগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৩-২১৮১)অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আল আমিনকে আটক করা হয়েছে।
এসময় এমদাদুল হক নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সলঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।