শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
হাসি ভাসি আপনায়
আবু হেনা মোস্তফা কামাল
যাবি বল
সাথে চল
মেঘদল,
ভেসে ভেসে
পাশে এসে
ঘাসে বসে
খুনসুটি করি চল।
নদী হারা
স্রোত ধারা
দিশে হারা,
মনে চাই
ছুটি ধাই
ভেসে যাই,
দিলে তুই সাড়া!
মেঠোপথ
থতমত
হাতে হাত,
হাত ধরে
খুব ভোরে
চল ওরে
ধুলো মাখা তুলোপথ।
উঁহু শীত
হিম গীত
অতি হীত,
ছলছলে
টলমলে
চোখ ঢলে
বিস্মৃত সুখ অতীত।
উঠে রবি
জাগে সবি
ডাকে কবি,
ফুল ফুটে
লুটেপুটে
ঘুটঘুটে
ধোঁয়া ধোঁয়া কুয়াশায়।
সাদা ভোর
ডাকে তোর
মন চোর,
যাবি চল
মেঘদল
কথা বল (?)
হাসি ভাসি আপনায় !!