শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
১৬ ডিসেম্বর বিজয় দিবস নয়; হানাদার মুক্ত দিবস
যারা মনে করেন ১৬ ডিসেম্বর বিজয় দিবস। তাদের কাছে বর্তমান স্বৈরাচারি ভাবাপন্ন অবৈধ শাসকের দুঃশাসন বৈধ? এরা তো মুক্তিযুদ্ধের চেতনার স্বাধীনতার পক্ষের শক্তি। তারাও কি ব্রিটিশ পাকিস্তানি উপনিবেশিক শাসন কাঠামোয় রাষ্ট্র পরিচালনা করে জনগণকে শোষণ করছে না?
৬২’র নিউক্লিয়াসের সিদ্ধান্তক্রমে তৈরি করা পতাকা (পরে জাতীয় পতাকা) ছাড়া আপনার আর কি আছে?
সব তো লুটেরা লুটপাট করে নিয়ে গেছে এবং যাচ্ছে…
বৃটিশ-পাকিস্তানি শাসন কাঠামো বহাল রেখে শেখ মুজিব গং যে ভুলে করেছিল; পরবর্তি শাসকগণও একপথ অনুসরণ করলেন। কেউ স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করলে না।
শাসন কাঠামো একই রেখে ইয়াহিয়া খানের বদলে শেখ মুজিব হয়ে লাভ হয়েছে কি? তারা তো একইভাবে শোষণ করেছে। পাকিস্তানিরা মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ করেছে। আর মুজিব সরকার জাসদের ৩০ হাজার মানুষদের হত্যা করেছে। শাসকের রূপ যদি একই হয়; তাহলে স্বাধীনতার নামে ৩০ লাখ শহিদ হওয়ার দরকার কি ছিল?
এর কোন জবাব আছে কি?
১৬ ডিসেম্বর বাঙ্গালি জাতি ভৌগলিকভাবে স্বাধীন হলেও ঔপনিবেশিকতার শিকলে বন্দি। ফলে আসেনি অর্থনৈতিক মুক্তি, হয়নি ভাষা ও সংস্কৃতির বিকাশ।
প্রকৃত মুক্তির জন্য নিউক্লিয়াসপন্থীরা আজও যুদ্ধরত/ স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র কাঠামো ও শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে তারা মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবস নয়; হানাদার মুক্ত দিবস।
জয় বাংলা।।
শুভেচ্ছান্তে,
সাইফুল বিন হানিফ(দাদা ভাই)
প্রধান সমন্বয়ক
আগামীর বাংলাদেশ