শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ‘স্বেচ্ছাসেবীতে ভরুক ঘর, মানবতার উপজেলা ডোমার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারের জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংকল্প রক্তের বন্ধন’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২শে এপ্রিল বাদ আছর উপজেলার বনওয়ারী মোড় সংলগ্ন হেলথ্ কিউর ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংকল্প রক্তের বন্ধনের সভাপতি সিহাব হাচান শাসন।
স্বপন রায়ের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—নিমোজখানা স্কুল এন্ড কলেজের প্রভাষক তপু রায়, ডোমার উপজেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান বাবু, সংকল্প রক্তের বন্ধনের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সহঃ সাধারণ সম্পাদক এটিএম জুয়েল আক্তার সরকার, সবার পাঠশালা’র সমন্বয়ক গোপাল রায়, ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, সংকল্প রক্তের বন্ধনের প্রতিষ্ঠাতা রাজিবুল ইসলাম রাজিব, সাংগঠনিক সম্পাদক সানভির রহমান মিলন, স্বেচ্ছাসেবক সোহেল ইসলাম প্রমূখ।
এর আগে, পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য রাজু রুহানি। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সাধারণ পথচারী ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে, সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ১৭ জন স্বেচ্ছাসেবককে সংকল্প রক্তের বন্ধনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন- স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজ সর্বোৎকৃষ্ট সেবা। রক্তদাতাদের সংখ্যা বাড়াতে আরও ক্যাম্পেইন করা প্রয়োজন। দিন-রাত স্বেচ্ছায় অসহায় রোগীদের পাশে রক্তের জোগান দেওয়া স্বেচ্ছাসেবকরা শ্রেষ্ঠ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করে। রক্তদানে উৎসাহিত করতে সকলকে প্রচারণা চালানো সহ সুফল, কুফল বিষয়ক সভা/সেমিনার করা প্রয়োজন।