বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে নীলফামারীর ঠিকাদাররা।
বুধবার ২৩শে মার্চ দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। ঠিকাদার মগনি মাসুদুল আলম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠিকাদার আসাদুল ইসলাম, ঝন্টু ভৌমিক, মমিনুর রশিদ সামুন, শাহজামাল মিঠু প্রমুখ।
রড-সিমেন্ট সহ নানা নির্মাণ সামগ্রীর দাম কমানোর পোস্টার হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন- দরপত্রের শিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কোভিড-১৯ মোকাবিলাসহ বর্তমান বাজারে নির্মাণসামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতি আমাদেরকে নিঃস্ব করে ফেলেছে। এ পরিস্থিতিতে সরকারের উন্নয়ন প্রকল্পের অগ্রগতিতে স্থবিরতা দেখা দিয়েছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্রের মাধ্যমে পাওয়া কাজগুলো পূর্ব নির্ধারিত মূল্যে তুলতে গেলে আমরা দেউলিয়া হয়ে যাব। আমাদের পরিবার বাঁচাতে নির্মাণসামগ্রীর মূল্য কমাতে আমরা প্রধানমন্ত্রীর সাহায্য চাই।
এসময় ঠিকাদার লিটন খন্দকার, রোস্তম আলী সরকার ও দেওয়ান সৈকত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।