রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি’র উদ্যোগে দ্রব্যমূল্যে’র উর্ধ্বগতি’র প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা জাপা’র আহবায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম (স্বপন), বাহাগিলী ইউপি চেয়ারম্যান ও জাপা’র নেতা অধ্যক্ষ সুজাউদ্দৌলা (লিপটন), ওই ইউপি’র জাপা’র সভাপতি দেলোয়ার হোসেন( দুলাল) সদর ইউপি চেয়ারম্যান ও জাপা’র সহঃ সভাপতি হোসেন শহীদ সরোয়ারর্দী (গ্রেনেড বাবু), বড়ভিটা ইউপি চেয়ারম্যান ও জাপা’র ইউপি সভাপতি আলহাজ্ব ফজলার রহমান, মাগুরা ইউপি চেয়ারম্যান ও জাপা’র ইউপি সভাপতি আখতারুজ্জামান মিঠু, উপজেলার যুবসংহতির সভাপতি ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও বিভিন্ন ইউপি’র সভাপতি/সাধারণ সম্পাদকসহ ভ্রাতৃপ্রতিম অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন- দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে খেটে খাওয়া মানুষের আজ নাভিশ্বাস অবস্থা হয়েছে। তাই দ্রব্যমূল্যর বাজার ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।