রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে কৃষি জমির মাটি অনিয়মত্রান্তিকভাবে কাঁটায় ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী। আজ শনিবার ৯ই এপ্রিল বিকেলের দিকে উপজেলার চাঁদখানা ইউনিয়নের কোদাল ধোয়া এলাকায় অভিযান চালিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মনি এন্টারপ্রাইজের ম্যানেজারকে এই জরিমানা করা হয়।
জানা যায়- নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে কয়েকদিন ধরে অবৈধভাবে ৩ ফসলি জমির মাটি কাঁটায় মনি ভূষণ রায়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী বলেন- কৃষি জমির মাটি কাটা আইন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইন ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) এর বিধান লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী ওনাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে।