");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--kq5p9q .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--kq5p9q .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--kq5p9q .gt_switcher .gt_current{display:none}.gt_container--kq5p9q .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--kq5p9q .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--kq5p9q .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--kq5p9q .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--kq5p9q .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--kq5p9q .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। উপজেলা প্রাশসনের আয়োজনে বৃহস্পতিবার ১৪ই এপ্রিল সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে, উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। নবীন, প্রবীণ অসাম্প্রদায়িক মনোবৃত্তির মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস্ চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনজুরুল হক চৌধুরী, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা,প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, বেগম, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, বাংলাদেশ প্রেসক্লাবের ডোমার উপজেলা সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালা, পৌর শাখা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক আরমিন আক্তার জাহান প্রমূখ। ডোমারে সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যতিরেকে রচনা প্রতিযোগিতা ও আবৃত্তির আয়োজন রেখেছে উপজেলা প্রশাসন।