রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
“পুষ্টিতে সঠিক জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি কথা’র জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন ও পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে,কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদশ এর সহযোগিতায়, সোমবার পৃথকভাবে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ও পুটিমারী পূর্ব পাড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গন এবং মঙ্গলবার নিতাই ইউপি‘র মুশরুত পানিয়াল পুকুর হাই স্কুল মাঠ প্রাঙ্গন ও বাহাগিলী ইউপি পরিষদে এ জাতীয় পুষ্টি সপ্তাহ ও পুষ্টি মেলা‘র আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত পিডি হার্থ সেশনে অংশগ্রহণ করেন, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা আবু শফি মাহমুদ, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং, প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারী, মিন্টু বিশ্বাস, স্বপন কিসপট্টা, নেলসন সরেন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, ধর্মীয় নেতা, মা প্রমুখ।
জানা যায়- সপ্তাহব্যাপী পুষ্টি শীর্ষক কর্মসূচিতে জনসচেতনতা মূলক ভাবে-জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ খাওয়ানো; শিশুকে ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ এবং ৬ মাস বয়সের পর থেকে ২ বছর পর্যন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার দেয়া; শিশু সঠিকভাবে বেড়ে উঠছে কি না তা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ করা; কিশোর-কিশোরীদের ঘরে তৈরি পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করা; গর্ভবতী ও প্রসূতি মাকে স্বাভাকি খাবারের পাশাপাশি বাড়তি খাবার দেয়া এবং নিয়মানুযায়ী আয়রন-ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ানোসহ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা দিক আলোচনা করা হয়।