শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম- সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জেলার সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকানে প্রশাসন আবার অভিযান চালিয়ে ৩ ছাত্রীসহ ৬ জনকে আটক করেছে ।
মঙ্গলবার ৩১শে মে দুপুরের দিকে সৈয়দপুর থানা কর্তৃক এ অভিযানটি পরিচালিত হয়। এসময় ‘ফ্রেন্ডস জুসবার’ থেকে ৩ জোড়া কপোত-কপোতীকে আটক করে। পরে আটক ৩ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দ্বন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত মেয়ে ৩ জনকে ছেড়ে দিয়েছে।
থানা সূত্রে জানা যায়- এসআই সাহিদুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলকালে প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ‘ফ্রেন্ডস জুসবার’ নামক ফাস্টফুড দোকানে আধো আলো আধো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে অপ্রীতিকর অবস্থায় কয়েকজন ছেলে-মেয়েকে দেখতে পায়। পুলিশ ওই দোকানে ঢোকামাত্রই মালিক আকতার হোসেন পালিয়ে যায়।
এমতাবস্থায় ৩ জন ছেলে ও ৩ জন মেয়েকে আটক করে থানায় নেয়া হয়। পরে মেয়ে ৩ জনকে ছেড়ে দেয়া হয় এবং ছেলে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের হামিদুল ইসলামের ছেলে আশরাফুল(১৯), একই এলাকার মোঃ সাহিদুল ইসলামের ছেলে মোঃ সোহান(২১) এবং দিনাজপুর পার্বতীপুর উপজেলার রোস্তম আলীর ছেলে মহিম ইসলাম(২৭)।
অন্যদিকে ‘ফ্রেন্ডস্ জুসবার’ মালিক পলাতক থাকায় প্রতিষ্ঠানটি সীলগালা করে বন্ধ করে দেয়া হয়। দোকান মালিক আখতার হোসেন সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের সিকিউরিটি ইনচার্জ এবং আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত আর এরই সুযোগে ও দাপটে তিনি এই অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন।
ব্যবসায়ীদের অভিযোগে এই আখতারের নেতৃত্বেই অন্যান্য রেষ্টুরেন্ট ও ফাস্টফুড দোকানগুলো খাদ্য সামগ্রীর পরিবর্তে ‘টাইমপাস’ বাণিজ্যে মত্ত। তার প্রশ্রয়েই মার্কেটে চলছে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের ছিনতাই ও অপহরণ কারবার।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদুল হাসান আটক ছেলেদের মধ্যে আশরাফুল ও সোহানকে ৩ দিনের এবং মহিম ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ গ্রেফতারকৃত ৩ জনকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করেছেন।