রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় “আউট -অব- স্কুল চিলড্রেন এডুকেশন” প্রোগ্রামের(পিডিবি ৪) আওতায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নীলফামারীর আয়োজনে শিক্ষক ও সুপারভাইজারগণের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজকে বুধবার ১লা জুন সকাল ১০টায় ডোমার সরকারি কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, এসময় উপস্থিত ছিলেন ডোমার সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান,গণ উন্নয়ন কেন্দ্রের জেলা ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, মোহাম্মদ আব্দুস সালাম, নির্বাহী পরিচালক উন্নয়ন সংস্থা (উপ)সাতক্ষীরা, উন্নয়ন সংস্থা( উপ) মনিটরিং কর্মকর্তা উম্মে হাবিবা (কলোরোয়া) সাতক্ষীরা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উন্নয়ন পরিষদ(উপ) এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হাসান, তিনি জানান ২ ব্যাচে ৭০ জন শিক্ষক ও ৫ জন সুপারভাইজার প্রশিক্ষণ নিবেন প্রথম ব্যাচে ৩৮ জন ১২ই জুন পর্যন্ত ও ১৩ই জুন থেকে দ্বিতীয় ব্যাচে ৩৭ জন প্রশিক্ষণ নিবেন। ডোমার উপজেলায় ৭০টি ইস্কুলে ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার ধারায় ফিরিয়ে আনার লক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্বাবধানে ও বাস্তবায়নকারী সংস্থা, গণ উন্নয়ন কেন্দ্র(জিইউকে) বাস্তবায়ন ও বাস্তবায়ন সহযোগী সংস্থা উন্নয়ন পরিষদ(উপ) পরিচালনায় ১৪ বছরের শিশুদের জন্য ডোমার উপজেলায় ৭০টি ইস্কুলে শিশুদের সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছয় মাস এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে এক বছর করে শিক্ষা দেওয়ার মাধ্যমে গতানুগতিক শিক্ষার ধারায় ফিরিয়ে আনার লক্ষে কাজ করছে এই এনজিও। এই কর্মসূচীর আওতায় অধ্যয়নরত সকল শিক্ষার্থীর প্রয়োজনীয় খরচ বিনামূল্যে প্রদান। এবং প্রত্যেক ইস্কুলে ৩০ জন করে শিক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাসে পড়ালেখা করতেছে।