বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ রংপুরে পতিতাবৃত্তি ও মাদক ব্যবসায় ঝুঁকিতে গ্রামীণ শৃংঙ্খলা রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত হার্ট সেন্টার উদ্বোধন কৃষি ব্যাংকে ভুয়া ‘জিয়া পরিষদ’ ঘিরে তোলপাড় কুমিল্লায় মাদক সহ র‌্যাবের হাতে গ্রেপ্তার-১ রংপুরের পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত লক্ষ্মীপুর পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নড়াইলে সালমান হত্যা মামলা আসামি গ্রেপ্তার কুষ্টিয়ায় স্বাস্থ্যসেবার অনিয়মে পেশাজীবী পরিষদের মানববন্ধন পিরোজপুরের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে রংপুরে গৃহবধূ নির্যাতনে গর্ভপাত- মামলা তুলে নেয়ার হুমকি কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ২ ফুলবাড়ীতে জমিজমার বিরোধ মারপিট আহত-১ ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ আটক-১ নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ পুঠিয়ায় রাজশাহী পূর্ব জেলা মজলিসে সুরা অধিবেশন পীরগঞ্জে আ’লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ধুনটে অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগ ধুনটে কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

ময়মনসিংহে চাকরীর প্রলোভনে অপহরণ করে মুক্তিপন আদায় গ্রেফতার-৪

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
চাকুরি দেওয়ার কথা বলে অভিনব কায়দায় চাঁদপুর থেকে ময়মনসিংহে এনে আটক করে মারধর ও বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে চার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

অপহরিতা কৌশলে মুক্তি পেয়ে জনৈক মোঃ কাউছার হামিদ(২৭), পিতা-আবুল কাশেম, সাং-লোহাগড়, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর থানায় আসিয়া অভিযোগ করেন যে, দুই মাস আগে দৈনিক সাপ্তাহিক চাকুরীর খবর পত্রিকায় প্রতিবন্ধী বিষয়ক সংস্থায় চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়া উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লেখিত অফিসার ইনচার্জ পদে জীবন বৃত্তান্ত প্রেরন করেন।

পরবর্তীতে গত ২৮/০৬/২০২২ইং তারিখ ভিকটিমকে মোবাইল ফোনে তার চাকুরী হয়েছে বলে জানায় এবং ভিকটিমকে ময়মনসিংহে আসতে বলে। গত ২৯/০৬/২০২২ইং তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ভিকটিম আসিলে আসামী ১। মোঃ সাবিকুর রহমান ওরফে শফিক মাষ্টার(৩৪), ২। মোঃ শাহজাহান মিয়া(৩৫), উভয়পিতা- মৃত সেকান্দর আলী, সাং-ভাংনামারী সুতিরপাড়া মুন্সিবাড়ী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদ্বয় ভিকটিমকে বিভিন্ন ভয়র্ভীতি দেখাইয়া জোরপূর্বক ভাবে একটি মোটরসাইকেলে উঠাইয়া অপহরণ করিয়া গৌরিপুর থানাধীন ভাংনামারী সুতিরপাড়া মুন্সিবাড়ী আসামীদের বসত বাড়ী একতলা ছাদ বিল্ডিং এর পশ্চিম দক্ষিন কক্ষে নিয়া আটক করিয়া রাখে এবং আসামী ১। মোঃ সাবিকুর রহমান ওরফে শফিক মাষ্টার(৩৪), ২। মোঃ শাহজাহান মিয়া(৩৫), ৩।মোঃ শামীম হাসান(২৬), ৪। মোঃ সাইদুল ইসলাম(২৪), সর্ব পিতা- মৃত সেকান্দর আলী, সাং-ভাংনামারী সুতিরপাড়া মুন্সিবাড়ী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহগন মারপিট করিয়া ভিকটিমের নিকট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চাঁদা দাবী করে। তখন ভিকটিম মারপিট ও খুন জখমের ভয়ে তার মাকে টাকা দেওয়ার জন্য বলিলে ইং ৩০/০৬/২০২২ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার মোট ১,০০,০০০/- টাকা ভিকটিমের মা বিকাশ করে পাঠায়।আসামীরা ভিকটিমকে মারপিট করিয়া তার পকেটে থাকা নগদ ৭,০০০/-টাকা নিয়া নেয়।

পরবর্তীতে ভিকটিম বিবাদীদের নিকট হইতে মুক্তি পাইয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় আসিয়া অভিযোগ করিলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব শাহ কামাল আকন্দ (পিএিম-বার) এর নির্দেশে এসআই (নিঃ)নিরুপম নাগ, এসআই (নিঃ)শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) মাহফুজুর রহমান, এসআই (নিঃ) আমিনুল ইসলাম, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহাসহ একটি টিম ময়মনসিংহ জেলার ভাংনামারী সুতিরপাড়া মুন্সিবাড়ী আসামীদের বাড়ী হতে আসামীদের গ্রেফতার করে এবং ভিকটিমের দেখানো মতে আসামীদের বসতবাড়ী একতলা ছাদ বিল্ডিং এর পশ্চিম দক্ষিন কক্ষ হইতে ভিকটিমকে মারধর করার ১টি বেতের লাঠি, বেধে রাখার লাইলনের রশি, ১টি ওয়ালটন বাটন সেট, ভিকটিমের নিকট হইতে নেওয়া ৭,০০০/-টাকা এবং অপহরন কাজে জড়িত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

স্থানীয় তদন্তে জানা যায়- ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরীর প্রলোভন দেখিয়ে আটকিয়ে মারধর করে মুক্তিপন আদায় করে রাখে। পূর্বেও এই ধরনের ঘটনায় আসামী ১। মোঃ সাবিকুর রহমান ওরফে শফিক মাষ্টার(৩৪) কোতোয়ালী থানায় গ্রেফতার হয়েছিল।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com