মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গী দেওড়া মন্ডল মার্কেট এলাকার কুরআন সুন্নাহ মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরেফিন(১০) কে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অপহরণ কারীরা।
গতকাল মঙ্গলবার দুপুর এক টার দিকে জোহরের নামাজের বিরতির সময় মাদ্রাসা গেটের সামনে থেকে আরেফিন অপহৃত হয়।
অপহৃত শিক্ষার্থী আরেফিন ও পরিবারের সদস্যরা জানান- গতকাল দুপুর ১টার দিকে জোহরের নামাজের বিরতির সময় আরেফিন মাদ্রাসার ম্যান গেটের বাইরে বের হলে পূর্বে থেকে উৎ পেতে থাকা অপহরণ কারীরা অজ্ঞান করে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
যাওয়ার পথে আরেফিন জ্ঞান ফিরলে তার চিৎকারে অপহরণ কারীরা কৌশলে তাকে উত্তরার ৬নং সেক্টর রেললাইনের পাশ্বে ফেলে চলে যায়। পড়ে আশ পাশের
লোকজন তাকে অসুস্থ অবস্থায় বসে থাকতে দেখে তার কাছে বিস্তারিত জেনে টঙ্গী বউ বাজার এলাকায় স্থায়ী বাসিন্দা ও টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের ছেলে আরেফিনকে তাদের কাছে পৌছিয়ে দেয়।
এ বিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান- এ বিষয়ে আমাকে জানানো হয়েছে, অভিযোগ পেলে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।