বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে যমুনা নদীতে অবৈধ ভাবে বিভিন্ন স্থানে পেতে রাখা ১১৮টি চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার ৩১শে আগস্ট সকাল সাড়ে ৯টা হতে দুপুর পর্যন্ত যমুনা নদীতে সদর উপজেলা অংশে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১১৮টি চায়না দুয়ারী ও ১৫০০ মিটার কারেন্ট জাল আটক এবং পরবর্তীতে নদীর পাড়ে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নৌ-পুলিশ, সিরাজগঞ্জ এর সদস্যবৃন্দ, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা ও ক্ষেত্র সহকারী অংশগ্রহণ করেন।
সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃআনোয়ার হোসেন জানান- মৎস্য সংক্রান্ত আইনসমূহ বাস্তবায়নে অভিযান মোবাইল কোর্ট অব্যহত থাকবে।