শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
স্বাধীন ও সার্বভৌম সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির মহান শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যুগ্ম আহ্বায়ক মোঃ কবির আহমেদ মন্ডলের সঞ্চালনায় গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আলহাজ্ব আঃ মজিদ (বিএসসি) এর সভাপতিত্বে এ শোক সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এম.পি।
বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আজমত উল্লাহ খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্হায়ী কমিটির সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, মহানগর ছাত্রলীগের সভাপতি মো মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়েছে।