বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ(৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।
বুধবার ২১শে সেপ্টেম্বর সকালে র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিড়িয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রাজীব চন্দ্র ঘোষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেবাবুনি গ্রামের মৃতঃ বিজয় চন্দ্র ঘোষের ছেলে।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান- ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাসে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদে মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর ভোর রাতে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এসময় ঢাকা-দিনাজপুরগামী যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।